খেলাধুলা সারাদেশ

ফেনীর ছাগলনাইয়া ফুটবল একাডেমীর জার্সি উন্মোচন অনুষ্ঠান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া ফুটবল একাডেমীর জার্সি উন্মোচন করা হয়েছে।১১ফেব্রুয়ারী মঙ্গলবার রাত ৯ টায় ছাগলনাইয়া স্পোর্টস অ্যারেনাতে এই জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবছারুল হাই উজ্জ্বলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,ছাগলনাইয়া ফুটবল একাডেমীর ম্যানেজার ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার।বিশেষ অতিথি ছিলেন,মিয়াজী মোটরস এর স্বত্ত্বাধিকারী আবদুল মান্নান মিয়াজী,সিএনজি শো-রুম মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী শাহজাদা ও রেফারি তুহিন।স্বাগত বক্তব্য রাখেন,ছাগলনাইয়া ফুটবল একাডেমীর ক্যাপ্টেন সাইদুল।এই সময় খেলোয়াড়,ক্রীড়ামোদী জনগণ,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কপিল উদ্দিন সরকার জানান,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর পৃষ্ঠপোষকতায় কক্সবাজার জেলার পেকুয়া স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলবে ছাগলনাইয়া ফুটবল একাডেমী।সেই লক্ষ্যে জার্সি উন্মোচন করা হয়েছে।১৫ ফেব্রুয়ারি পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ছাগলনাইয়া ফুটবল একাডেমী খেলবে মগনামা খেলোয়াড় সমিতির সঙ্গে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং