সারাদেশ

জয়পুরহাটে জমিজমা সংক্রান্ত জেরে ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচার মৃত্যু 

জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টার।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের জয়পুরহাটের পাঁচবিবিতে ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচা সাইদুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
২৯  জানুয়ারী রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বুধবার (২৯ জানুযারী) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম ঐ গ্রামের মৃত জাকের আলী মন্ডলের পুত্র।
এলাকাবাসী জানায়, উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে  তার ভাই শহিদুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল ।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে তাদের উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে নিহতের ভাতিজা জয়নাল (৩০) উত্তাতেজিত হয়ে তার চাচা সাইদুল ইসলাম কে হাঁসুয়া জাতীয় দেশীয় অস্ত্র  দিয়ে মাথায় আঘাত করে । এতে সে গুরুত্বর আহত হলে তার পরিবারের লোকজন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
সেখানে অবস্থার অবনতি হলে রাতেই বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ  কাওসার আলী বলেন,বিষয়টি জানার পর  ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে এবিষয়ে রাতেই নিহতের  পরিবার থেকে  একটি  হত্যা মামলা দায়ের  করা হয়েছে ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,