” কুষ্টিয়া কুমারখালির বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার “

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ককে ভাতা কার্ড করে দেবার নামে টাকা দাবীর অডিও ক্লিপ পেয়ে বহিস্কার করেছেন জেলা নেতৃবৃন্দ।
রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার প্যাডে বহিষ্কারের বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট দেওয়া হয়। অপরদিকে যুগ্ম আহ্বায়কের অপরাধ ৩ দিনের মধ্যে প্রমাণ না করা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখা থেকে পদত্যাগ করবেন এমন আল্টিমেটাম দিয়েছেন সদস্য সচিব আসাদুজ্জামান আলী খান।
জানা যায়, ভাতা কার্ড করে দেবার শর্তে যুগ্ম আহ্বায়ক রিপন ৩ হাজার টাকা দাবী করেছেন এমন পুরুষ ও নারীর কথোপকথনের অডিও ক্লিপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দের কাছে পৌঁছালে রোববার তারা রিপনকে বহিষ্কার করেন। রিপনকে বহিষ্কার করার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী খান ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেখানে লিখেছেন ‘‘মনে রাখতে হবে, রিপন ৪ আগষ্ট কুমারখালীতে আন্দোলনের এক যোদ্ধা। তার সহযোগিতা আমাদের বিজয় আনতে সাহায্য করেছিল। যাইহোক যারা জেলার দায়িত্বে আছেন তারা আগামী ৩ দিনের মধ্যে রিপনের অন্যায় বা অপরাধ প্রমাণিত করে মিডিয়া অথবা উপজেলা কমিটির সকল সদস্যদের কাছে উপস্থাপন করবেন। অন্যথায় আমরা কুমারখালীবাসি বা আমি বৈষম্য বিরোধী সংগঠন সারা জীবনের জন্য ছাড়তে বাধ্য হব।’
বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন জানান, মিথ্যা অভিযোগের ভিত্তিতে কোনরূপ নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার উপর অত্যাচার দেখে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন। সেসময় আওয়ামীলীগ নেতাদের রোষের শিকার হয়েও ছাত্র আন্দোলন থেকে সরে যাননি । পরবর্তীতে আওয়ামীলীগ সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন- কুমারখালী উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক পদ পান তিনি। জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করছেন তিনি। রোববার সোশ্যাল মিডিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার প্যাডে তিনি তার বহিষ্কারের নোটিশ দেখতে পান। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, ভাতা সংক্রান্ত বিষয়ে অর্থ লেনদেনের অভিযোগ এনে তাকে বহিষ্কার করা হয়েছে।তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই না করেই তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান জানান, কিছুদিন আগে একটি অডিও ক্লিপ পান এবং যেখানে ভাতা কার্ড করে দেয়ার কথা বলে রিপন অর্থ দাবী করেছে এমন কথোপকথন রয়েছে দুজন নারী ও পুরুষের মধ্যে । কিন্তু রিপনের সাথে কোন কথার অডিও ক্লিপ ছিলোনা। এ বিষয়ে সাংগঠনিকভাবে কারো সাথে বসা হয়নি। এরপর রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা থেকে রিপন হোসেনকে সাংগঠনিক কর্মকান্ড বহির্ভূত কাজের জন্য বহিষ্কার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান, গত দুদিন আগে একটি অডিও ক্লিপ তাদের হাতে আসে তার উপর ভিত্তি করে যুগ্ম আহ্বায়ক রিপনকে বহিষ্কৃত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোন দাগ যাতে না লাগে তারই প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়। অডিও ক্লিপ এর সত্যতা যাচাই করেছেন কিনা এমন প্রশ্নের কোন সদুত্তর দেননি তিনি।