সারাদেশ

বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠিত, সভাপতি দিদারুল আলম, সম্পাদক মু: হাসান

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের  ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠিত হয়েছে।
৮ ফ্রেব্রুয়ারী শনিবার রাতে উপজেলার অভিজাত গ্রান্ড মাশাবি রেস্টুরেন্টের হল রুমে মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা ও প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা সভায় এই কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে, আলোচনা সভার প্রধান অতিথি মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ ইকবাল হোসাইন এই কমিটি ঘোষনা করেন।  সর্বসম্মতিক্রমে কমিটিতে  সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদের অন্যতম সংগঠক মুহাম্মদ দিদারুল আলম দিদার, সিনিয়র সহ-সভাপতি বাহার উদ্দিন বিএন, সহ-সভাপতি সাংবাদিক এম, দলিলুর রহমান, সহ-সভাপতি  মুহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র  মাওলানা মুহাম্মদ হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত  হয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদের অন্যতম সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক লোহাগাড়া সাতকানিয়ার ছাত্র প্রতিনিধি  সমন্বয়ক তামিম মির্জা।
প্রাক্তনদের সু-সংগঠিত করে অতীতের ভূল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে  সকলের আন্তরিক প্রচেষ্টায় আমাদের প্রিয় ক্যাম্পাসকে এগিয়ে নিতে হবে, পড়ালেখার মানোন্নয়নে আমাদের সকলের ভূমিকা এবং আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে, আমাদের মনে রাখতে হবে আমরা যে যত বড়ই হইনা কেন আমাদের মাদ্রাসার সার্বিক উন্নয়নের কথা আমাদের সকলের হৃদয়ে ধারণ করতে হবে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন প্রাক্তন ছাত্র পরিষদকে আরও গতিশীল করতে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
আলোচনা সভায় প্রাক্তন ছাত্র পরিষদের নবনির্বাচিত সভাপতি দিদারুল আলম দিদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) আব্দুল আজিজ, মাদ্রসার সহ-সুপার মাওলানা ইয়াহিয়া জামালসহ প্রাক্তন ছাত্র পরিষদের বিভিন্ন ব্যাচের ছাত্র সদস্যরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,