সারাদেশ

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে বাঁশের মই বেয়ে ডাকাতি, লুট হয়েছে স্বর্ণ অলংকার সহ নগদ টাকা

মারুফ হাসান, (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে বাঁশের মই বেয়ে দোতলায় প্রবেশ করে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে  ডাকাতির ঘটনা ঘটেছে ।
জানা গেছে, সোমবার (২৪শে ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলাধীন জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের প্রদীপ রায় কর্মকারের বাড়ীতে এই ঘটনা ঘটে ।  এ ঘটনায় ডাকাত দল নগদ টাকা সহ স্বর্ণ অলংকার ও মূল্যবান সামগ্রী লুট করেছে । পরের স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাতির গঠনা ঘোষণা করেন । তবে ততক্ষণে ডাকাত লুট করে  দল  পালিয়ে যায় ।
এ বিষয়ে প্রদীপ রায় কর্মকার জানান, রাত ৩টার দিকে বাঁশ দিয়ে মই তৈরি করে ৪-৫ জন মুখোশধারী এক ডাকাত দল দোতলার বারান্দা দিয়ে ঘরের ছিটকেরি ভেঙ্গে প্রবেশ করে । তারা আমাকেও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে সাত ভরি ওজনের স্বর্ণের গহনা, মুঠোফোন, স্বর্ণের গোপাল মূর্তি সহ নগদ প্রায় ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি কি না লুটতরাজ তদন্তের পর  বলা যাবে ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,