কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেফতার

কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন থেকে মোঃ শাহজাহান(৩৯) নামের যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিকলবাহা ৩ নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেফতারকৃত শাহজাহান শিকলবাহা ইউনয়নের ৩ নং ওয়ার্ড ফজল মেম্বারের বাড়ীর মৃত বশির আহম্মদ ও মোছাঃ জহুরা বেগমের পুত্র ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, বিশেষ অভিযান চালিয়ে মোঃ শাহজাহান নামের যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চাঁদগাঁও থানায় মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানেই সোপর্দ করা হয়।