সারাদেশ

চাঁদপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আমগাছের চারা রোপণকে কেন্দ্র করে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। আজ বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর আমিনুল হক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জহির হোসেন উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুবিদপুর আমিনুল হক মেম্বার বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাড়ির পাশে আম গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বড় ভাই বিল্লাল হোসেন ছোট ভাই জহির হোসেনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়েছে। পরবর্তীতে আইন অনুযাযী ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,