লোহাগাড়ায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭৫ হাজার টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
লোহাগাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা ইউএনও’র অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বাজারের অধিকাংশ দোকান পরিদর্শন করে সতর্ক করে দেয়া হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। অভিযানকালে উপজেলা ভূমি অফিসের স্টাফ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জানা যায়,পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে এই অভিযান চালানো হয়। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান জানান, আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পদুয়া বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করায় মেসার্স তাজবিদ রাইচ এজেন্সিকে ২০ হাজার টাকা,বাহাদুর অটো রাইচ মিলকে ৫০ হাজার টাকা এবং রফিক স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৭৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করাসহ ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।