সারাদেশ

কুমারখালিতে বিএনপি নেতার বাড়িতে হামলা”

মো: ইফতেখার হাবীব ( কুমারখালি – কুষ্টিয়া)  প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে বিএনপি নেতাসহ তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন আওয়ামীলীগ নেতা ও তার গুন্ডা বাহিনী। বুধবার সকাল সাড়ে দশটার দিকে  শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত হয়েছেন শিলাইদহ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফড়িং ও তার স্ত্রী।  সাইদুল ইসলাম  পেশায় শিক্ষকতা করেন।
আহত বিএনপি নেতা সাইদুল ইসলাম ফড়িং জানান, আওয়ামীলীগ সরকারের সময়  শিলাইদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃত নাসিরের ছেলে আসাদ তার বিরুদ্ধে মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করেন। এলাকায় প্রভাব বিস্তার করতে সাইদুল প্রতিনিয়ত তাদেরকে কোনঠাসা করে রাখতো। আওয়ামীলীগ সরকারের পতনের পর ডেভিল হান্ট অপারেশনে আওয়ামীলীগের অধিকাংশ নেতা কর্মীরা পালিয়ে গেলেও আসাদ এখনো পর্যন্ত এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে হটাৎ মোটরসাইকেলে আসাদ সহ কয়েকজন তাদের বাড়িতে এসে দেশীয় অ*স্ত্র দিয়ে তার উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এসময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে ঘরে রাখা স্বর্নলংকার ও নগদ টাকা নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে  কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন বলে জানান।
স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম ফড়িং মাস্টারের পরিবারের চিৎকারে বাড়িতে এসে তারা আসাদকে দল-বল নিয়ে চলে যেতে দেখেন। এ সময়  মাস্টারকে গুরুতর আহত অবস্থায় পান। এবং  গহনা ও নগদ টাকা নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,