সারাদেশ

সিরাজগঞ্জে একটি বাসা-বাড়িতে দুর্ধর্ষ চুরির, নগদ টাকা,স্বর্ণালংকারসহ

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে একটি বাসা-বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ সদর পৌর এলাকার পুরাতন পোস্ট অফিস সংলগ্ন মুড়ি পট্টি আবাসিক এলাকার মোঃ আতিকুর রহমান সোহেলের বাসায় ২১শে ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ২৬ ফেব্রুয়ারি ভোর ৫টার মধ্যে যেকোনো সময়ে বাসা খালি পেয়ে এ দুর্ধর্ষ চুরি করেছে চোরেরা। এই বাসার বারান্দার গ্রিল ভেঙ্গে ঘরের দরজা ভেঙে ঢুকে বাসায় চুরি করা হয়। এ সময় মোঃ আতিকুর রহমান সোহেলের বাসা থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, সাড়ে ছয় ভরি স্বর্ণ, ৩০ ভরি রুপা, একটি ল্যাপটপ নিয়ে যায় চোরেরা।
ভুক্তভোগীরা জানান, গত ১৯ ফেব্রুয়ারি আমার অপারেশনের জন্য দুপুর ২ টার দিকে ঢাকা যায়, ২০ তারিখেও আমার বাসায় একজন লোক ছিল, ২১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত বাসা ফাঁকা ছিল, পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি এসে দেখেন ঘরে চুরি হয়েছে। আমার বাসার সিসি ক্যামেরা তাও চোর চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ হুমায়ূন কবির বলেন, ‘আমরা ওখানে পুলিশ পাঠিয়েছি তদন্ত চলছে, তদন্ত শেষে আমরা এর ব্যবস্থা নেব।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,