সারাদেশ

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কালুখালীতে শিক্ষার্থীদের মানববন্ধন 

বোরহান উদ্দিন || কালুখালী, রাজবাড়ী প্রতিনিধিঃ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজবাড়ীর কালুখালীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০ টায় কালুখালী সরকারী কলেজ চত্বরে  সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন এর কলেজ চত্তর প্রদক্ষিত করে প্রতিবাদ র‍্যালি বের করে কলেজ গেটের সামনে এসে মানববন্ধনে অংশ নেয়। এসময় সকল শিক্ষার্থীদের পক্ষে উক্ত কলেজের শিক্ষার্থী  ইমন খন্দকার , আসিফ মন্ডল, সাব্বির আহমেদ,জান্নাতুল ফেরদৌস, মারিয়া আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন সাধারণত সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজিত হয়। শিক্ষার্থীরা এসব মানববন্ধনে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানান এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানান শিক্ষার্থীরা ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,