সারাদেশ

দিনাজপুরে গেটম্যান না থাকায় রেল ক্রসিংয়ে ট্রাক, ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে নিহত হেল্পার।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর বিরামপুরে ঘন কুয়াশা ও গেটম্যান না থাকায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে পাথর বোঝায় ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ ফেব্রয়ারি) রাত ১টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন , পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম(১৮)। আহত মাহাবুব হোসেন(৩০) একই এলাকার শুকুর আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (দ্রুতযান) ট্রেনটি বিরামপুর (ঘোড়াঘাট রেলগেট) ক্রস করার সময় রেলগেটে ডিউটিরত গেটম্যান না থাকায় দিনাজপুর টু ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে বগুড়াগামী পাথরবাহী একটি ট্রাক রেললাইনে ওঠা মাত্রই একতা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ফলে ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক গুরুতর আহত হন। এসময় হেল্পার মাহাবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ওই সময় রেল ক্রসিংয়ের গেট বন্ধ করা হয়নি।
পার্বতীপুর রেলওয়ে থানার (ওসি) ফখরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই রুটে রাতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিরামপুর থানা অফিসার ইনচার্জ(ওসি) মমতাজুল হক জানান, ট্রেনের ধাক্কায় পাথর বোঝায় ট্রাকের হেল্পার নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং