সারাদেশ

নওগাঁয় ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষণ গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে খেলাধুলা করার সময় ডেকে সরিষা ক্ষেতে নিয়ে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ ঘটনাটি ঘটে।
ওই শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন আব্দুল মান্নান (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। রাতে রাণীনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। গ্রেফতারকৃত আব্দুল মান্নান আদমদীঘি উপজেলার ছতরবাড়িয়া গ্রামের মৃত কাইয়ম উদ্দীনের ছেলে।
ধর্ষণের শিকার ওই শিশুকে চিকিৎসার জন্য রাতে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আব্দুল মান্নানকে আসামি করে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
শিশুর পরিবার, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান সোমবার রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে বেড়াতে আসেন। বিকালে ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় আব্দুল মান্নান শিশুটিকে সরিষা ক্ষেতে ডেকে নেয়। এরপর সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দেন।
রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আব্দুল মান্নানকে পুলিশ গ্রেফতার করেছে। আর ভিকটিম শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুরটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার আব্দুল মান্নানকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,