সারাদেশ

স্বপ্ন’ সুপার শপের নতুন যাত্রা এবার রায়পুরে

মাহমুদ সানি (লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেট উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় রায়পুর মেইন রোডের পাশে এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
উদ্বোধনীর শুরুতেই ক্রেতার উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়৷ এসময় লক্ষ্য করা যায় ক্রেতারা ঘুরে ঘুরে পছন্দ করছেন তাদের পছন্দসই পণ্য। কয়েকজন ক্রেতা জানান, দেশের অন্যতম সুপার শপ ‘স্বপ্ন’। একই ছাদের নিচে সব পণ্য পাওয়া যায় বিধায় বিষয়টি আমাদের সময় বেঁচে যায়। এবং এটি সাজানো গোছানো থাকে, এতে দেখতেও ভালো লাগে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর নির্বাহী অফিসার ইমরান খান, রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দীন ভূঁইয়া, অত্র প্রতিষ্ঠানের ইনভেস্টর মো. রুবেল হোসেন চৌধুরী ও তার ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. পারভেজ চৌধুরী। রায়পুর কামিল মাদ্রসার উপাদক্ষ মঞ্জুর হোসাইন, রায়পুর সাব রেজিস্টার মসজিদের খতিব আরিফ হোসেন মিয়াজী, রায়পুরের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ রায়পুরের অন্যান্য ব্যক্তিবর্গ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং