সারাদেশ

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে দিনাজপুরে সমাবেশ

মোঃমোমিনুল ইসলাম  (দিনাজপুর)
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে দিনাজপুর শহর জামায়াতের আয়োজনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে দিনাজপুর রেলওয়ে স্টেশন চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বাহাদুর বাজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দেন- উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মজিবর রহমান, দিনাজপুর আইনজীবী সমিতির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জামায়াত নেতা অ্যাডভোকেট মাইনুল ইসলাম, শহর জামায়াতের আমির সিরাজু সালেহীন ও সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা পবিত্র রমজান মাসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং