সারাদেশ

আশুগঞ্জে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ খোকন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি,জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা,বাল্য বিবাহ বন্ধকরণ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক  ( ডিসি)  মোহাম্মদ দিদারুল আলম।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ,আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিল্লাল হোসেন, আশুগঞ্জে প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুগঞ্জ উপজেলা শাখার আমির শাহজাহান ভূঁইয়া,শহরশিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি,ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ নজরুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে,তারুণ্যের উৎসব উপলক্ষে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দিদারুল আলম। তারুণ্যের উৎসব ২০২৫ তিন দিনব্যাপী তারুণ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং