জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ইং
সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিচার ও ধর্ষকের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা শাহী’র মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাসেম ময়দান থেকে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি এ এইচ হাসিবুল হক সানজিদ, নিয়ামুর রহমান নিবিড়, ফাহিম ফয়সাল রাফি, কামরুন নাহার, তাবাসসুম জামান, আয়াত আখিসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণ-হত্যা নিত্য দিনের ঘটনা হয়ে পড়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। সেখানে সেখানে অপরাধ প্রবণতা বেড়েছে। মানুষের যানমালে নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি আপনার অবস্থান থেকে শক্ত না হতে পারেন নিজের জায়গা ছেড়ে দিয়ে ঘরে গিয়ে বসে থাকুন।
তারা আরও বলেন, জুলাই আগস্টের আন্দোলনে ঢাকা ও জয়পুরহাটে নেতৃত্বদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার ফিরোজ হোসেনের মেয়ে আনিকা মেহেরুন্নেসা শাহী রবিবার রাতে ঢাকার এলিফেন্ট রোডের একটি বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটে। এ মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধিরা।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে শিক্ষার্থী আনিকা মেহেরুন্নেসা শাহীর বিরুদ্ধে ইউসুফ আলী নামে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন কুরুচিপুর্ণ ও আপত্তিকর কথা লিখে পোস্ট করা হয়।