সারাদেশ

কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা চিত্রা হরিণ আটক

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা একটি চিত্রা হরিণ ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। শনিবার (১ মার্চ) বিকালে বন থেকে দলছুট একটি চিত্রা হরিন কমলগঞ্জের সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের গন্ডামারা এলাকার রাজা মিয়ার বাড়িতে ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান।

স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত দুইদিন আগে আগুন লাগে হয়তো আগুনের তাপের কারণে বন থেকে লোকালয়ে বেরিয়ে এসেছে। আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই সময়ে অতিরিক্ত পর্যটক বনে প্রবেশ করার কারণে বন থেকে প্রচুর প্রাণী বাহিরে চলে আসছে। এসব কারণে তাদের ধারনা অন্য প্রাণীদের মতো হরিণটি লোকালয়ে চলে আসছে। পরে স্থানীয়রা হরিণটিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, ‘উদ্ধারকৃত হরিণটি সুস্থ না। বর্তমানে জানকিছড়া রেসকিউ সেন্টারে আছে। সুস্থ করে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, হরিণটি কালাছড়া বন বিট এলাকা থেকে লোকালয়ে বেরিয়ে এসেছিল।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,