সারাদেশ

মানিকগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি ঘোষণার খবরে  মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএনপি  যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দমিছিল করেছে। মিছিল শেষে আয়োজিত সমাবেশে  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে জেলা বিএনপির সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যরা সবাই সদস্য। তাঁরা হলেন এস এ জিন্নাহ কবির, আজাদ হোসেন খান, আতাউর রহমান, নুরতাজ আলম বাহার,  সত্যেন কান্ত পণ্ডিত ও গোলাম আবেদিন। সদ্য বিলুপ্ত হওয়া জেলা বিএনপির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন এস এ জিন্নাহ কবির। এ ছাড়া আগের কমিটিতে আজাদ হোসেন খান সহ সভাপতি, আতাউর রহমান জ্যেষ্ঠ সহ সভাপতি, নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদিন কায়সার সাংগঠনিক সম্পাদক এবং সত্যেন কান্ত পণ্ডিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ জুন আফরোজা খান রিতাকে সভাপতি এবং মঈনুল ইসলাম খান শান্তকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি করা হয়। এর পর ২০১৯ সালের ১ জুলাই জামিলুর রশিদ খানকে আহ্বায়ক ও এস এ জিন্নাহ কবিরকে সদস্যসচিব করে ৬৩ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়। গত ২০১৩ সালের ৮ জুন রিতাকে সভাপতি করে ১৬ সদস্যের কমিটি এবং ২০২১ সালের ১৪ মার্চ দলের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন আফরোজা খান রিতা। এসময় জেলায় মোট ৪৫ ভোটের মধ্যে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়ে চলতি সময় পর্যন্ত দায়িত্ব পাালন করে আসছিলেন তিনি। এ কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এস এ জিন্নাহ কবির।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,