হাতীবান্ধায় জামায়াত নেতার বিরুদ্ধে বলাৎকারের চেষ্টার অভিযোগ !

লালমনিরহাটের হাতীবান্ধায় শাহীন আলম নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে শিশুকে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার রাতে ওই উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ৬ নং ওয়ার্ডের প্রফেসার পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই জামায়াত নেতা পালাতক থাকলেও তার পরিবারের দাবী জমি নিয়ে বিরোধের জের ধরে বলাৎকারের চেষ্টার নাটক সাজানো হয়েছে। শাহীন আলম ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র সভাপতি ও ওই এলাকার মৃত সাহাবুদ্দিনের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দুইটি শিশুকে আরবী পড়াতো আহলে হাদিস থেকে জামায়াতে যোগ দিয়ে রাতারাতি নেতা হওয়া শাহীন। কৌশলে একটি শিশুকে বাথরুমে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজন দেখে ফেলে তাকে আটক করে। পরে খবর পেয়ে জামায়াত নেতা শাহীনের পরিবারের লোকজন দলবল নিয়ে এসে ছিনিয়ে নিয়ে যায় এবং এলাকায় উত্তপ্ত পরিস্থিতি দেখে তিনি গোপনে পালিয়ে যান। তার পরিবারের দাবী, জমি সংক্রান্ত বিরোধের জেরে বলাৎকারের চেষ্টার নাটক সাজানো হয়েছে।
এ বিষয়ে সিঙ্গিমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফজলে করিম জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। খোঁজখবর নিয়ে বলতে পারবেন।
হাতীবান্ধা থানা পুলিশের ওসি মাহামুদুন-নবী জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।