ওমানে দোকান কর্মচারির হাতে ফেনীর প্রবাসী জসিম উদ্দিন খুন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ওমানের জালান বোয়ালব সানাইয়া ওয়ার্কশের মালিক ফেনীর মোটবি ইউনিয়নের লস্করহাট গোপাল ভূইয়া বাড়ির আব্দুস সাত্তারের ছেলে জসিম উদ্দিন কে (২৮ই ফেব্রুয়ারী) হত্যা করেছে তার দোকানের কর্মচারি।জসিম উদ্দিন জালান বোয়ালি সানাইয়া ওয়ার্কশপ এর মালিক।তার পরিবারের সূত্র জানা যায়,চলতি মাসের ১০ তারিখে এই কর্মচারিকে বাড়িতে আসার জন্য টিকিট করে দেওয়ার কথা হয়েছিল তার কফিলের উপস্থিতিতে।এরপর স্বাভাবিক ভাবে কোন সমস্যা হয়নি।প্রথম রোজার উদ্দেশ্যে সকাল বেলা সেহরি খেয়ে নামাজ পড়ে যে যার মতো শুয়ে যায় এরপর তার ধারালো অস্ত্র দিয়ে কিছু বুঝার আগে(ঘুমন্ত অবস্থায়)তার বুকে চুরি চালায় এতে রক্তক্ষরণ এর ফলে হসপিটালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।নিহতের শ্যালক মোঃ ইয়াছিন ভূঁইয়া জানান,জসিম উদ্দিন দীর্ঘদিনের প্রবাসী।তার চার মেয়ে।এই ঘটনায় তারা ওমানের আইন অনুযায়ী পদক্ষেপ নিবে।