জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের ফেনী পৌর কমিটি গঠন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP) ফেনী পৌর কমিটির আংশিক গঠন করা হয়েছে।ফেনী জেলা ফোরামের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের কার্যক্রম জেলায় বিস্তৃত করার লক্ষ্যে মোঃওমর ফারুককে সভাপতি, মিরাজ উদ্দিন আহাম্মেদকে সাধারণ সম্পাদক এবং শাহ নেওয়াজ স্বর্ণভকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০ সদস্য বিশিষ্ট ফেনী পৌর কমিটি অনুমোদন দেওয়া হয়।এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ পেয়েছে।জাতীয়তাবাদী দলের তথ্য ও প্রযুক্তি নির্ভর এই সংগঠনের নবগঠিত কমিটির নেতারা বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও সাইবার তথ্য সন্ত্রাস প্রতিরোধে অনলাইন ও রাজপথে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।ফেনী জেলা ফোরামের সভাপতি শরিফুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক মোঃরহমত উল্যাহ জিংকু এই কমিটির অনুমোদন দেন।