সারাদেশ

পঞ্চগড়ে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
দেশ বদলাই পৃথিবী বদলাই শ্লোগান নিয়ে
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পঞ্চগড় সরকারী স্টেডিয়ামে অসচ্ছল রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা প্রেসার পরীক্ষার আয়োজন করা হয়েছে।
২১ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সরকারী স্টেডিয়ামে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
বেলুন উড়িয়ে চক্ষু শিবিরের উদ্ধোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী, সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, ২৯ বীর সেনাবাহিনীর সৈয়দপুর ক্যান্টনমেন্টের মেজর মেহেদী হাসান, সমাজসেবা অধিদপ্তর পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসাইন, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, সেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব।
উপস্থিত ছিলেন।
সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় পঞ্চগড় জেলা প্রশাসন বিনা মূল্যে চক্ষু শিবিরের আয়োজন করে। জার্মান ভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা আন্দেরী হিলফি বনের আর্থিক সহযোগিতায়
দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা সকাল থেকেই চোখের বিভিন্ন সমস্যা নিয়ে আসা লোকজনকে চিকিৎসা সেবা দেন। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসচ্ছল লোকজন সকাল থেকেই পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে এসে ভীড় করতে থাকে৷ পরে সিরিয়াল ভাবে সকাল ৯টা হতে পর্যায়ক্রমে চোখের রোগীদের চোখ পরীক্ষা করে দেখেন। দুপুর পর্যন্ত ছোট ছোট সমস্যাজনিত রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়৷ চোখের ছানি পড়াসহ জটিল রোগীদের অপারেশন করার জন্য নির্বাচিত করেন। পরে জেলা প্রশাসনের সহযোগিতায় তাদেরকে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বিনামূল্যে চোখের অপারেশন করানো হবে। অপারেশনের পর তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে পঞ্চগড় নিয়ে আসা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং