রায়পুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৩৫ সস্য বিশিষ্ট কমিটি দু’টি শনিবার (১ মার্চ) বিকেলে ৩টার দিকে ফেসবুকের মাধ্যমে প্রচার করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন এ কমিটি অনুমোদন দেন। জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শামছুল আহসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা কমিটিতে অ্যাডভোকেট আকবর হোসেন আরমানকে আহ্বায়ক, আকবর হোসেন সম্রাটকে যুগ্ম আহ্বায়ক ও হাবিবুর রহমান সুজন পাটওয়ারীকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে। পৌর কমিটিতে নুর-এ-হেলাল মামুনকে আহ্বায়ক, নবী উল্যাহ রুবেলকে যুগ্ম আহ্বায়ক ও জাহিদ মোহাম্মদ জাকিরকে সদস্য সচিব রাখা হয়েছে।
কমিটির বিবরণীতে বলা হয়েছে- এ কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সকল ইউনিটের সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ সাক্ষরে অধিনস্থ ইউনিয়ন ও পৌর ওয়ার্ডসমূহের কমিটি অনুমোদিত হবে।
এদিকে নবগঠিত কমিটির উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান ও পৌর আহ্বায়ক নুর-এ-হেলাল মামুনের নেতৃত্বে শনিবার (১ মার্চ) বিকেল ৫টার দিকে পৌর শহরে একটি আনন্দ মিছির করা হয়।
রায়পুর উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী বলেন, ‘ঘোষিত কমিটি আমরা মেনে নেবো না। এ কমিটিতে দলের ত্যাগীদের বঞ্চিত করে আওয়ামী লীগের দোসর ও বিগত আন্দোলন-সংগ্রামে নিস্ক্রিয়দের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। আমরা জরুরি বৈঠক ডেকেছি। ওই বৈঠকে থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’
রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান বলেন, ‘নতুন কমিটিতে ত্যাগিদের মূল্যায়ন করা হয়েছে। কমিটির সংখ্যা নির্ধারিত থাকায় হয়তো সবাইকে মূল্যায়ন করা যায়নি। পূর্ণাঙ্গ কমিটি হলে সবাইকে সম্মানজনক পদে রাখা যাবে।’