সারাদেশ

চাটখিলে ব্যান্ডিং বাংলা ইয়ুথ সংগঠনের   কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন :

মোহাম্মদ জসীম উদ্দিন লিটন,  নোয়াখালী জেলা প্রতিনিধি :  নোয়াখালীর চাটখিলে ব্যান্ডিং বাংলা ইয়ুথ  সংগঠনের ২০২৫-২০২৬ সেশনের কার্যকরী কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।
  ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন কার্যক্রম চলে। ভোট গ্রহন শেষে বিকেলে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনারের দায়িত্বে নিয়োজিত হীরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজী বিভাগের সন্মানীত প্রভাষক গোলাম রাব্বানী ইমন। এসময় উপস্থিত ছিলেন ব্যান্ডিং বাংলা ইয়ুথের প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি ভূঁইয়া। সদস্যের মধ্যে ৩৯ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আবদুর রহমান সাজ্জাদ ও সাধারণ সম্পাদক পদে মামুন হোসেন নির্বাচিত হন।
২১ সদস্যের কার্যকরী কমিটির অন্যান্যরা হচ্ছেন উপ সভাপতি পদে যথাক্রমে আরাফাত হোসেন, বিবি ফাতেমা, সামছুল আলম, নাইমুর রহমান। সহ-সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সামছুদ্দিন নাহিদ ও রেদোয়ান হোসেন পিয়াস।
সাংগঠনিক সম্পাদক আহম্মদ রেজওয়ান,
সহ সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও মেহেদী হাসান। অপর ১০ জন নির্বাহী সদস্য।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,