সারাদেশ

পূর্বধলায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চ্যাম্পিয়ান শ্যামগঞ্জ ফ্রেন্ডস ক্লাব

পূর্বধলা, নেত্রকোনাঃ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় “তারুণ্যের উৎসব-২০২৫” মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে  কান্দুলিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয় শ্যামগঞ্জ ফ্রেন্ডস ক্লাব।
গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক  ফকির মোঃ ছায়েদ আল মামুন শহীদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সোহেল, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা  আমিনুল হক, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান, পূর্বধলা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ সালমান রহমান পল্লব, তেজগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাদমান আল সচ্ছ,  ফারযীন হোসাইন ইউশা,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ পলাশ তালুকদার, ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম,মোঃ কামাল উদ্দীন প্রমুখ।
উল্লেখ্য, মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা রেফারির দায়িত্ব পালন করেন জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আরিফুজ্জামান। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,