ভোলায় র্যাবের অভিযানে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার
রিয়াজ ফরাজি
ভোলা র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৮ ভোলা সিপিএসসি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে ভোলা সদর থানা এলাকা থেকে দৌলতখান থানার আলোচিত মারাত্মক কাটা ও রক্তাক্ত জখম পূর্বক হত্যা চেষ্টা মামলার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার এজাহারনামীয় ১ নং পলাতক আসামী মো. রাজিব(৩০) কে আটক করেছে।
র্যাব সূত্রে জানাযায়-মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব ক্যাম্প ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করলে বুধবার (৫ মার্চ ২০২৫) ৬ টা ৫৫ মিনিটে ভোলা জেলার সদর থানাধীন খেয়াঘাঠ লঞ্চঘাটে কর্ণফুলী-০৯ নামক লঞ্চ হতে আসামী মো.রাজিবকে সুস্থ অবস্থায় র্যাব সদস্যরা আটক করেন। আটক কৃত আসামী মো. রাজিব দৌলতখান উপজেলার সাং-চরপাতা, ০৪ নং ওয়ার্ডের শাহজাহান মাঝির ছেলে।
পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আসামীকে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।




