সারাদেশ

আইবিডব্লিউএফ এর উদ্যোগে প্রেসক্লাব নতুন কমিটিকে সংবর্ধনা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
আইবিডব্লিউএফ দাগনভূঞা পৌর শাখার উদ্যোগে দাগনভূঞা প্রেসক্লাব ইসহাক খায়ের রহমান শপিং কমপ্লেক্স,এফটিসি ও তৈয়বা মার্কেটর নব-নির্বাচিত  সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার ৫ মার্চ বিকাল দাগনভূঞা সরকারি আতাতুর্ক স্কুল মিজান মিলনায়তনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পৌর শাখার সেক্রেটারী ওসমান ফারুক ও একরামুল হকের যৌথ সঞ্চালনায় এবং মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানা ওসি(তদন্ত) রোকন উদ্দিন,আইবিডব্লিউএফ এর ফেনী জেলার সভাপতি ও কুমিল্লা অঞ্চলের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখার ব্যবস্থাপক আবদুস সালাম,প্রেসক্লাব সভাপতি এমাম হোসেন,আইবিডব্লিউএফ এর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোশারফ হোসেন,এফটিসি মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন,ইসহাক খায়ের রহমান শপিং কমপ্লেক্স এর সভাপতি সাইফুল ইসলাম বাহাদুর ও তৈয়বা মার্কেটের সেক্রেটারী আবু সাঈদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারী জসিম উদ্দিন,ব্যবসায়ী মোহাম্মদ ইসমাইল,প্রেসক্লাবের সাবেক সভাপতি ইয়াছিন সুমন,সিরাজ উদ্দিন দুলাল,সাবেক সেক্রেটারী ইয়াসিন রনি,বর্তমান সেক্রেটারী ইফতেখারুল আলমসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,