সদরপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুরে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
করেছেন সদরপুর উপজেলা বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর। ৩১ জানুয়ারী শুক্রবার সকাল ১১ টায় তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩০ জানুয়ারী দেশের বিভিন্ন জাতীয়, স্থানীয় এবং কিছু অনলাইন পোর্টালে “সদরপুরে
পুলিশের হাত থেকে আসামি ছিনতাই”
শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদের ভিতরে আমার নাম জরিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ে আমার জরিত থাকার অভিযোগ উঠেছে। ওই সংবাদের ভিতরে আমার নেতৃত্বে থানা থেকে ফারুক হোসেন বাকুকে হাসপাতালে নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। বাহালুল মাতুব্বর উপস্থিত সাংবাদিকদের সদয় অবগতি করে জানান আমি উক্ত ঘটনার সাথে কোনভাবেই জরিত নই, বা আমার নেতৃত্বে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
সংবাদটি আমার বিরুদ্ধে মিথ্যা ও ষরযন্ত্রমূলক ভাবে একটি সার্থন্মেষী মহলের ইন্ধনে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র নিন্দা জ্ঞাপন সহ প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সদরপুর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে আওয়ামী লীগের দুঃশাষণের সময়ে দলের জন্য জীবনবাজী রেখে যথাযথ ভাবে কাজ করেছি। বিগত সময়ে মিথ্যা মামলার আসামি হয়ে জেল খেটেছি। বিভিন্ন হামলা ও মামলার শিকার হয়েছি।
আগামীতেও আমি দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাব বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ ফরিদ হোসেন মোল্যা, জেলা যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক সুমন আহমেদ সহ শতাধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন।