ফেনীতে অপরিকল্পিতভাবে মাটি পরিবহন এবং ফসলি জমির মাটি সংগ্রহ করায় ধলিয়া ব্রিকসকে জরিমানা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে অপরিকল্পিতভাবে মাটি পরিবহন এবং ফসলি জমির মাটি সংগ্রহ করায় ধলিয়া ব্রিকসকে জরিমানা করা হয়।জেলা প্রসাশনের নির্দেশ অমান্য করে ফসলি জমির মাটি সংগ্রহ করায় এবং অপরিকল্পিতভাবে মাটি পরিবহন করে গণউপদ্রব সৃষ্টি করায় ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ফেনী সদরের ধলিয়া ব্রিকসকে(বালুয়া চৌমুহনী,ফকির হাট,ধলিয়া ৩,০০,০০০/-টাকা জরিমানা করা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় চিমনীর আগুন নিভিয়ে ও পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।অভিযানের নেতৃত্ব দেন সজীব তালুকদার সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফেনী।তিনি বলেন পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার নিয়ন্ত্রণ এবং দ্রব্যমুল্যর বাজার স্থিতিশীল রাখতে এবং পন্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলবে।এছাড়াও ফসলি জমির মাটিকাটা সহ এবং অপরিকল্পিত ভাবে মাটি পরিবহন সহ সকল প্রকার গন উপদ্রবের বিরুদ্ধে ফেনী জেলা প্রশাসক এর নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চলবে।পরবর্তীতে ধলিয়ার হাজীর হাট বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফেনী সদর,ফেনী।