সারাদেশ

কচুয়ায় বিএনপি নেতৃবৃন্দদের সহায়তায় অবৈধ বাঁধ ভেঙে দিলেন ইউএনও

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাট এর কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের মেঘনিসতলা সংলগ্ন সরকারি খাল স্থানীয় কিছু ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে বাঁধ দিয়ে আটকে দেয়। এতে করে স্থানীয় কৃষকদের ধানসহ ফসলি জমিতে পানি সরবরাহ কাজে প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে বিপাকে পড়ে স্থানীয় কৃষকরা।
এ বিষয়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। এ সময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা,গণমাধ্যম কর্মী, কচুয়া থানা পুলিশের সদস্য, গ্রাম পুলিশ সহ স্থানীয় জনগণ।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর অনুরোধে বাঁধ ভেঙে দিয়ে খাল পুনরুদ্ধার করে পানি সরবরাহ কাজে সহায়তার জন্য এগিয়ে আসেন কচুয় উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক শেখ জাহাঙ্গীর হোসেন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না বলেন, এ ধরনের কাজে আমার দলের যদি কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কৃষকের কোন ভোগাক্রান্তি হোক এটা আমরা চাই না। আমার দল বিএনপিও এ ধরনের কাজ সমর্থন করে না।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, এধরনের কর্মকাণ্ডে যেই জড়িত থাকুক দরকার হলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আজ সম্মিলিতভাবে টিম কচুয়াকে নিয়ে আমরা এই বাঁধ ভেঙে দিয়ে পানি সরবরাহ সচল করলাম। এধরনের কর্মকাণ্ড যেন কেউ জড়িত না থাকে আজকের ঘটনা সবার জন্য একটি মেসেজ। একই সাথে সবাইকে এ কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,