সারাদেশ

গোবিন্দগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনে ভাংছে নদী বিলীন হচ্ছে ফসলি জমি। 

মিজানুর রহমান গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ বাঙালি নদীতে দিনে-রাতে অবৈধ ভাবে বালু উত্তোলনে ভাংছে  নদী ,বিলিন হচ্ছে ফসলি জমি হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট ও ব্রীজ।
ইউনিয়নের কুমিড়াডাঙ্গা,পান্তামারি, বামনহাজরার মজিদের ঘাট ব্রীজ ও দেওয়ানতলা ব্রীজের দুই ধারে অন্তত ১৩টি স্যালো মেশিন ও ড্রেজার দিয়ে স্থানীয় চিহ্নিত বালু দস্যূরা নদী থেকে বালু উত্তোলন,করে   বিক্রি করছে।এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে ফসলি জমি।ট্রাক্টর ও ট্রলি দিয়ে অবাদে বালু আনা নেয়ায় প্রায়ই ঘটছে দুঘর্টনা।
ক্ষতিগ্রস্থরা স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী তহশীলদের কাছে অভিযোগ করেও পাচ্ছেন না প্রতিকার।
স্থানীয়রা বলেন বালু উত্তোলন করায়,সে কৌশল করে,উপরের কর্মকর্তাদের ভূল বুঝিয়ে  সেগুলি সাঘাটার মধ্যে পড়েছে বলে চলিয়ে দেন।
এবিষয়ে মহিগঞ্জ ইউনিয়নের তহশিলদার সাংবাদিকদের বলেন,আমরা যখন যাই তখন তারা বলে,এগুলি সাঘাটার মধ্যে চলছে।
ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির হস্তক্ষেপে সাপমারার চক রহিমাপুর,ফুলবাড়ী কাটাখালি ও তালুকানুপুর ও কাটাবাড়ী এলাকায় ৩টি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হওয়ায় বন্ধ  ওইসব এলাকায় বন্ধ হয়েছে বালু উত্তোলন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন,অবৈধ ভাবে বালু উত্তেলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং