ফেনীর ফুলগাজীর দক্ষিণ দৌলতপুর স্পোটিং ক্লাব এর উদ্বোধন ও জার্সি উন্মোচন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
তরুণ সমাজকে বিভিন্ন খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে দক্ষিণ দৌলতপুর স্পোটিং ক্লাবের উদ্বোধন ও জার্সি উন্মোচন করা হয়েছে।১লা ফেব্রুয়ারি শনিবার বিকালে নিজস্ব কার্যালয়ে ফিতা ও কেক কাটার মাধ্যমে ক্লাবের উদ্বোধন করা হয়।উদ্বোধন শেষে ১৮ সদস্যবিশিষ্ট ক্লাবের কমিটি ঘোষণা করা হয়।সংগঠনের সদস্য মোঃ মুন্নার সঞ্চালনায় ও জিয়াউর রহমান মুনসুরের তত্ত্বাবধানে দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন,উপদেষ্টা আজিজুল হক সাইফুল,মোঃ নাজিম,মোঃ শাহিন,মোঃ দিদার হোসেন প্রমুখ।কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আজিজ তুহিন বাবু,সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাপ্পি মাহমুদ।এছাড়াও একরাম হোসেন,মোহাম্মদ নয়ন ও এমরান হোসেন রনি সহ-সভাপতি মোঃ রনি যুগ্ম সম্পাদক,মোঃ রাসেল সাংগঠনিক সম্পাদক,নজরুল ইসলাম বাবু সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম প্রচার সম্পাদক,নুরুল আমিন শাকিল দপ্তর সম্পাদক,মোহাম্মদ মুন্না ক্রীড়া সম্পাদক,কামরান হোসেন সহ-ক্রীড়া সম্পাদক,মোঃ ফয়সাল অর্থ সম্পাদক,অনিক মজুমদার সহ-অর্থ সম্পাদক,আব্দুল্লাহ আল মামুন সমাজসেবা বিষয়ক সম্পাদক,জাহিদুল ইসলাম শাহীন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মোহাম্মদ কাউসার শিক্ষা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন।