সারাদেশ

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

 সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুরে গলায় ফাঁস দিয়ে হাওয়া বেগম (৪৮) নামে এক গৃহবধূ কাপড় দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস লাগাইয়া আত্মহত্যা করেছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০ টায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে দক্ষিণ শৌলডুবী গ্রামে এই ঘটনা ঘটে৷ নিহত ঐ গৃহবধূ দক্ষিণ শৌলডুবী গ্রামের তুরাব বিশ্বাসের স্ত্রী। তার তাবিয়া( ৩) নামের এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তুরাব বিশ্বাসের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক ভালো ছিল। পারিবারিকভাবে তাদের মধ্যে কোন ঝামেলা ছিল না, এমন কি স্বামী স্ত্রী ও তার মেয়ে একসঙ্গে গতকাল রাতে খাবার ও খেয়েছে। খাবার খাওয়ার পরবর্তীতে তুরাব বিশ্বাস বাড়ির পাশে ময়নার বাজার এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যায়। তুরাব বাড়িতে এসে তার স্ত্রীকে ঘরের দরজা খোলার জন্য ডাকা ডাকি করলে ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে জানালার ফাঁকা দিয়ে দেখতে পায় তার স্ত্রী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। ন্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাইয়া ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে হাওয়া বেগমের মৃতদেহ নামায়। এরপর স্থানীয়রা সদরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব হোসেন খোকন  বলেন, নিহত হাওয়া বেগম দীর্ঘদিন যাবত মানসিক ভারসম্যহীন ছিলেন। তিনি মাঝেমধ্যেই কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যেত। এরই ধারাবাহিকতায় মানসিক ভারসাম্যহীন  অবস্থায় নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,