সারাদেশ

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন 

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে, জানুয়ারী-২০২৫ ইং (রবিবার) সকাল ১১ টার সময়
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠান টি বেনাপোল কাস্টমস ক্লাবে সচেতনতামূলক আলোচনা সভা শুরু হয়।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান এবং বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মোঃ কামরুজ্জামান,যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মুরাদসহ বেনাপোল সি এন্ড এফ এজেন্টের ব্যবসায়ীসহ বেনাপোল কাস্টমসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং