সারাদেশ

সদরপুরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার

শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া গ্রাম থেকে রবিবার গভীর রাতে ২৫০ পিস ইয়াবাসহ এক মাদক সম্রাটকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ফরহাদ বেপারী (৩৫)। তিনি ঢেউখালী ইউনিয়নের মৃত ইসলাম বেপারী ছেলে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার বসত ঘর থেকে তল্লাশি করে তার পরিহিত জ্যাকেটের বামপাশের পকেটের ভিতর ৩ টি প্যাকেটে রক্ষিত ২৫০ পিস ইয়াবা টেবলেট পায় থানা পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে সদরপুর থানা হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ফরহাদ দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি একজন মাদক সম্রাট হিসেবে এলাকায় পরিচিত। দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজ ধংস করে দিচ্ছে। তার রিরুদ্ধে কথা বলতে সবাই ভয় পেতেন। তাকে গ্রেপ্তার করায় স্বস্তি ফিরেছে এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আ. মোতালেব হোসেন (খোকন) জানান, ফরহাদের বিষয়ে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে আসামী থানা হাজতে আছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,