ফেনীতে জেলা ছাএদলের পবিত্র মাহে রমজানে অসহায়,ছিন্নমূল মানুষের মাঝে সেহরির বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে জেলা ছাএদলের পবিত্র মাহে রমজানে অসহায়,ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়।পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যে ফেনী শহরের বিভিন্ন স্থানে অসহায়,দুঃস্থ,ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন ফেনী জেলা ছাত্রদল।বুধবার(১২ মার্চ) দিবাগত রাত ২.৩০ টা থেকে ৪টা পর্যন্ত এই সেহরির খাবার বিতরণ করা হয়।জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রশিদ আহমদ মজুমদার এর উদ্যোগে অসহায়, দুঃস্থ,ছিন্নমূল ও পথচারী সহ শতাধিক ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়।এই ধরণের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান,আয়োজক রশিদ আহমদ মজুমদার।এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন,ছাত্র সমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।সেহরি বিতরণকালে ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।