ফেনী ডিবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
০৬ কেজি গাঁজা সহ ০২ জন-কে আটক করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।ফেনী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই/মোঃমোঃ নূর সোলাইমান এর নেতৃত্বে এসআই-মোহাম্মদ সাঈদ নূর,এসআই-শহাব উদ্দিন,এএসআই-সসারোয়ার আলম হ্রদয়,এএসআই-সঞ্জয় কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ইং তারিখ ফেনী মডেল থানাধীন মুহুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মোঃ সজিব(১৯),পিতা-শামসুল আলম,সাং-মোল্লাবাজার,থানা-মাটি রাঙ্গা,জেলা: খাকড়াছড়ি ২.মাসুদ রানা(১৯),পিতা-শামসু মিয়া,সাং-সরকারপাড়া,থানা- মাটিরাঙ্গা,জেলা-খাগড়াছড়ি দেরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়।