সারাদেশ

হাতিয়ায় বন্দোবস্ত ভূমি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ ভূমিহীনদের মানববন্ধন

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
নোয়াখালী হাতিয়া উপজেলায়, ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত প্রাপ্য ভূমি বুঝিয়ে দেয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে হাতিয়া ভূমিহীন পরিবারবর্গ হাতিয়া নোয়াখালী
আজ সোমবার ২৭ জানুয়ারী সকালে ১১ টায় হাতিয়া উপজেলা পরিষদ সত্তরের সামনে হাতিয়া ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত প্রাপ্য ভূমি বুঝিয়ে দেয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ, উপজেলার প্রধান সড়কের সন্নিকটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে শত শত ভূমিহীনসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন এবং তাঁরা সরকারের কাছে দাবি জানান, ভূমিহীনদের প্রাপ্য ভূমি দ্রুত বুঝিয়ে দেয়া হোক।
মানববন্ধনে বক্তারা বলেন, বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেয়া হলে হাতিয়ার ভূমিহীনরা তাদের জীবনযাত্রার উন্নতি ঘটাতে পারবে। কিন্তু কিছু অসাধু মহল ভূমিহীনদের অধিকার খর্ব করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন হাতিয়া ভূমিহীন পরিবারবর্গের সভাপতি কিছমত উল্ল্যাহ মাঈন উদ্দিন লিলন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা স্লোগান দিয়ে এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান এবং সরকারের কাছে ভূমিহীনদের অধিকার রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং