সারাদেশ

ঝিনাইদহ কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
“অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম। জামায়াতে ইসলামীর পৌর আমির আব্দুল কাইয়ুম, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাইলা শারমিন, মডেল থানার সাব ইন্সপেক্টর আশীষ কুমার, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার প্রমুখ।  আলোচনা সভায় নারী দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা। সে সময় প্রশিক্ষণ আর্থি  উপজেলা প্রশাসনে কর্মকর্তা, নির্যাতিত নারী,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,