সারাদেশ

সাভারে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, আনন্দে ভাসছে পরিবার

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভারের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন নাজমুল হাসান ও ইসরাত জাহান ইমু দম্পতি। দীর্ঘ ছয় বছরের অপেক্ষার পর তাদের ঘর আলো করে আসে তিনটি সন্তান—সাফি, রাফি ও কাফি।
নাজমুল হাসানের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার বুরুন্ডী গ্রামে। বিয়ের পর থেকে তারা অনেক চিকিৎসকের পরামর্শ নিলেও সন্তানের মুখ দেখতে পারছিলেন না। তবে অবশেষে সাভার থানা রোডের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে সুস্থভাবে জন্ম নেয় তাদের তিন পুত্র সন্তান।
ডাক্তারদের তথ্য অনুযায়ী, সাফির ওজন ২ কেজি ৪০০ গ্রাম, রাফির ওজন ২ কেজি ৩০০ গ্রাম এবং কাফির ওজন ২ কেজি ২০০ গ্রাম। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নাজমুল ও ইসরাত দম্পতি তাদের তিন সন্তানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। আনন্দঘন এই মুহূর্তে তাদের পরিবারে বইছে উৎসবের আমেজ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,