ফেনী শহর ১০নং ওয়ার্ডের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর ১০ নং ওয়ার্ডের উদ্যোগে ২০২৫ সালের পরিকল্পনার উপর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।২৬ শে জানুয়ারি রবিবার সন্ধ্যায় দারুল ইসলাম মিলনায়তনে ওয়ার্ড আমীর মাওলানা আরফান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহাদাত হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান মেহমান ছিলেন ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম।প্রোগ্রামে বিশেষ মেহমান ছিলেন ফেনী শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম,ফেনী শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান ভূঞাঁ ও শহর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান।এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড নায়েবে আমীর মাওলানা আবদুল গফুর,ওয়ার্ড কর্ম-পরিষদ সদস্য শহীদুল ইসলাম,মোহাম্মদ হোসাইন।এছাড়াও প্রোগ্রামে ১০ নং ওয়ার্ডের সকল ইউনিটের দায়িত্বশীল অংশগ্রহণ করেন।