সারাদেশ

সিরাজগঞ্জ মহাসড়কে ইট ছুড়ে যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে ডাকাতি

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি রোববার রাত ৯টার দিকে কোণাবাড়ি এলাকায় ডাকাতে কবলে পড়ে।
রাতেই এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় অভিযোগ দায়ের হয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, যাত্রীবাহী মাইক্রোবাসটি কোনাবাড়ী এলাকায় পৌঁছালে ডাকাতরা ইট ছুড়ে মারে। এসময় চালক মাইক্রোবাসটি থামান। পরে সাত-আটজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। এসময় যাত্রীদের সঙ্গে থাকা সাতটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,