সারাদেশ

চিরিরবন্দরে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
দিনাজপুর চিরিরবন্দরে নব বিবাহিতা ৩ দিনের স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করায় স্বামীকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
থানা সুত্রে জানা যায়, উপজেলার পুনট্টি ইউনিয়নের হযরতপুর মালাইপুর গ্রামের আজাহার আলীর ছেলে মোঃ আব্দুর রহিম (২৩) তার নব বিবাহিতা স্ত্রী তানিয়া আকতারকে (১৬) কে গত ৯ মার্চ রবিবার দিবাগত রাত ২ টা হতে আড়াইটার মধ্যে নিজ শয়নঘরে গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে। এসময় চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিগণ ঘুম হতে টের পেয়ে এগিয়ে এসে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সংবাদ দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারপুর্বক সুরতহাল করে ও ঘাতককে আটক করে।
এ ঘটনায় মেয়ের মা মনজিলা বেগম জানান, তার মেয়ে তানিয়া আকতারের গত ৬ মার্চ বৃহস্পতিবার রাতে বিয়ে হয়েছে। গত ৮ মার্চ শনিবার জামাইসহ মেয়ে শশুর বাড়িতে গেছে। তার মেয়েকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
ঘাতক স্বামী আব্দুর রহিমের মা রশিদা বেগম জানায়, তার ছেলে বউকে মেরে ফেলে তাকে জানিয়ে পালানোর চেষ্টা করেছিল। তার চিৎকারে প্রতিবেশিগণ এগিয়ে এসে ছেলেকে আটক করে।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আঃ ওয়াদুদ জানান, মেয়ের পিতা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। হত্যাকারি প্রাথমিক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেছে। বিষয়টি আরো তদন্ত করে ও ময়না তদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,