সারাদেশ

ফেনীর মহিপাল হাইওয়ে থানার অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচ দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযুক্তরা একটি প্রাইভেট কারে করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানায় ফেনীর মহিপাল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি প্রাইভেট কারকে থামানোর নির্দেশ দিলে তারা পালানোর চেষ্টা করে।তাৎক্ষণিক ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয় এবং তল্লাশির পর দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।গ্রেফতার হওয়া পাঁচজনই অভিজ্ঞ অপরাধী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।মহিপাল হাইওয়ে থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান,এই চক্র দীর্ঘদিন ধরে মহাসড়কে যাত্রী ও চালকদের ভয় দেখিয়ে ডাকাতি করতো।তাদের গ্রেফতার হওয়ায় এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং হাইওয়েতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছেন।গ্রেফতার কৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি,অবৈধ অস্ত্র রাখা এবং সড়কে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।আদালতে তোলার পর তাদের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এই অভিযান প্রমাণ করে,অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন,আইনের হাত তাদের জন্য সবসময় প্রস্তুত।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,