শরীয়তপুরে সাহিত্য উৎসব অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সোহেল
শরীয়তপুর প্রতিনিধি:
নানা আয়োজনে শরীয়তপুরে ২২ টি সাহিত্য সংগঠনের সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে শরীয়তপুর সরকারি কলেজে এ উৎসব অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় কবিতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মুরাদ মুন্সীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রফিক ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেজর জেনারেল (অব.) মো. এহতেশাম উল হক। উদ্বোধক ছিলেন, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মির্জা হজরত সাইজী। সম্মানিত অতিথি ছিলেন-প্রখ্যাত চিকিৎসক ও গবেষক ডা. আলমগীর মতি, প্রবীণ সাংবাদিক মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কবি শাকিব লোহানী, পেন বাংলাদেশের যুগ্ম সম্পাদক কবি তালুকদার লাভলী, কবি আশফাকুজ্জামান, ইসলামী ফাউন্ডেশনের সিবিএ নেতা সোহরাব হোসেন, কবি ও গল্পকার পারভীন শাহনাজ। প্রবন্ধ পাঠ করেন, কবি শ্যামসুন্দর দেবনাথ। প্রধান আলোচক ছিলেন, জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী।
আলোচক ছিলেন, বাংলা একাডেমির সদস্য কবি নাজমুল আহসান, লেখক রীনা রানী দাস,
কবি সুপান্থ মিজান, কবি খান মেহেদী মিজান
লেখক মোদাচ্ছের বাবুল, শিক্ষাবিদ কবি মো. ফজলুল হক, কবি তালুকদার মুহিবুল। বক্তব্য রাখেন, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির কবি আমিনুল শাহ। অনুষ্ঠানে শতাধিক কবি, সাহিত্যিক ও লেখক অংশগ্রহণ করেন।