জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচনে আকতার সভাপতি জায়েদ সম্পাদক নির্বাচিত

জয়পুরহাট জেলা প্রতিনিধি: ২৫ জানুয়ারি ২০২৫ইং
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে উৎসব পরিবেশে ভোটারদের ভোটের মাধ্যমে সভাপতি পদে মোঃ আলী আক্তার ও সাধারণ সম্পাদক পদে মোঃ জায়েদ হোসেন নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মোঃ আলী আক্তার গোলাপ ফুল মার্কায় ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ আতিকুল ইসলাম সাইকেল মার্কায় ১৮৯ ভোট এবং শেখ আব্দুল ওয়াজ গরুর গাড়ি মার্কায় ১১৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সম্পাদক পদে মোঃ জায়েদ হোসেন আনারস মার্কায় ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার প্রতিদ্বন্দ্বি মোঃ খলিলুর রহমান হরিণ মার্কায় ২২৬ ভোট এবং মোঃ মোস্তাক আহমেদ দেওয়াল ঘড়ি মার্কায় ৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এ ছাড়াও সহ-সভাপতি পদে মোঃ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান, অর্থ সম্পাদক পদে মোঃ জাহিদুল ইসলাম-১, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জুবায়ের পারভেজ, দপ্তর সম্পাদক পদে মোঃ ফিরোজ মিয়া, ক্রীড়া সম্পাদক পদে মোঃ আব্দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায়, প্রচার সম্পাদক পদে মোঃ আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার জয়পুরহাট সুগার মিলস্ লিঃ এর ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (অর্থ) মোঃ আতিকুজ্জামান জানান, ২৩ টি পদে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন এবং এর দু’জন তাদের মনোনয়ন প্রত্যাহার করায় ৪৬ জন প্রার্থী প্রতিদন্দিতা করেছেন। উৎসব মুখর পরিশেষে খুবই সুন্দর ভাবে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছাড়াই নিরেপক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচনে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী সকল কর্মকর্তা কর্মচারিদের প্রতি জয়পুরহাট চিনিকলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সকল ভোটারসহ জেলার সুধিমহল সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন।