সারাদেশ

দেবীগঞ্জে যুবদলের গুড্ডু কে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভা এলাকার যুবদলের সদস্য শাহিনুর রহমান গুড্ডুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে।
৭ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠানো হয়। তার সাথে দেয়া হয় একটি চিরকুট। গুড্ডু জেলা যুবদলের সদস্য।
শাহিনুর রহমান গুড্ডু পঞ্চগড় জেলা ফুটবল এসোসিয়েশন ও দেবীগঞ্জ ক্রীড়া সংস্থার
সদস্য। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকার মধ্যপাড়ায়। সে মৃত ফজলুল করিমের ছেলে।
বাড়িতে রাতের আঁধারে রেখে যাওয়া কাফনের কাপড় আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে, নারায়ে তাকবির আল্লাহু আকবর,  তুই ইসলামের দুশমন, শত্রু, বাংলাদেশ জামায়েতি ইসলামী। কে বা কাহারা ষড়যন্ত্র মূলক এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী গুড্ডু। প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। গুড্ডু বলেন, ছাত্র জীবন থেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। বিএনপির যুবদলের সাথে রাজনীতি করছি। আমার এলাকায় কোন শত্রু নাই। রাজনৈতিক ভাবেও কারো সাথে কোন দ্বন্ধ নাই। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদকে জানানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, এঘটনায় দেবীগঞ্জ থানায় জিডি করা হয়েছে। জিডি করার পর থেকেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভোগীকে অভিযোগ করতে বলা হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং