ভোলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ রাফসান জানি, ভোলা: ভোলায় পুকুরের পানিতে ডুবে নাজিবা নামের এক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন কান্দা বাড়িতে এ ঘটনা ঘটে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু শাহাদাৎ হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু নাজিবা ওই এলাকার বাসিন্দা নাজিমউদ্দীনের মেয়ে। তিন ভাই বোনের মধ্যে নাজিবা ছিলো সবার ছোট।
নিহতের চাচা নাছির মিয়া জানান, দুপুরে ওই শিশুর মা আছমা বেগম মেয়ে নাজিবাকে নিয়ে ঘরে রান্নার কাজ করছিলেন। রান্নার কাজে হঠাৎ পাশের ঘরে গিয়ে ফিরে এসে তার শিশুটিকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুজি করেন। পরে পুকুরের পানিতে ডুবে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।