ফেনীতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ফেনী জেলা শাখার পক্ষ থেকে লস্কর হাট বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য এম মোকছুদুর রহমান মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা.মুহাম্মদ মাহতাব হোসাইন মাজেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর থানা শাখার সভাপতি মাওলানা শেখ মোঃ আতিক উল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১ নং মোটবী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন বাহার হাজারী।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই।শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি চলছে।সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।তিনি বলেন সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়।আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।আর জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।জাতীয় রোগী কল্যাণ সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সদস্য মুহাম্মাদ হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা শাখার সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রিপন,সদস্য কুতুব উদ্দিন,সেলিম ও রাফি সহ ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ।